skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeScrollবিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার তৈরি করলেন মার্ক জুকেরবার্গ

বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার তৈরি করলেন মার্ক জুকেরবার্গ

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরিতে সক্ষম মেটা

Follow Us :

বিশ্বের দ্রুততম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সুপার কম্পিউটার তৈরিতে সক্ষম হল মার্ক জুকেরবার্গ এর মেটা বা ফেসবুক সংস্থা। এই সুপার কম্পিউটারের নাম দেওয়া হয়েছে ‘এআই রিসার্চ সুপারক্লাস্টার’ বা সংক্ষেপে ‘আরএসসি’। গত দু’বছরের চেষ্টায় অবশেষে সাফল্য পেলেন তিনি।

২০২০ সালে জাপানের সুপার কম্পিউটার ‘ফুগাকু’ তকমা পেয়েছিল বিশ্বের দ্রুততম এআই সুপার কম্পিউটারের।‘ফুগাকু’-তে রয়েছে দেড় লক্ষের বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রসেসিং ইউনিট। কিন্তু মেটা সংস্থার তৈরি ‘আরএসসি’ অনেক এগিয়ে।‘ফুগাকু’-র আগে আমেরিকার ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির তৈরি ‘সামিট’ ছিল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার। এখন সেটি রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে।

মার্ক জুকেরবার্গ তাঁর সংস্থার তৈরি আরএসসি ‘নিউরাল নেটওয়ার্ক’ শক্তিশালী করতে সাহায্য করবে। এর মাধ্যমে ‘রিয়েল-টাইম ভয়েস’ অনুবাদ করা যাবে সহজেই। জুকারবার্কের স্বপ্নের ‘মেটাভার্স’ (ত্রিমাত্রিক ভার্চুয়াল দুনিয়া) প্রতিষ্ঠার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘আরএসসি’ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানা গিয়েছে। ইউনিভার্সের সমান্তরাল দুনিয়া গড়তে চায় মেটা সংস্থা। যার নাম ‘মেটাভার্স’।

মেটা সংস্থার দাবি, তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে অর্থনৈতিক চেহারা বদলে দেবে ‘আরএসসি’। আগামী দিনে ব্যবসায়িক আদানপ্রদান থেকে শুরু করে বিনোদন জগতেও বিশেষ ভূমিকা নেবে ‘আরএসসি’।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular